Tuesday 14 May 2013

লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন

পাসওয়ার্ড যদি কেহ ব্যবহার করে তাহলে তার পাসওয়ার্ড ছাড়া আপনি কি ভাবে কারো পিসি ওপেন করে ব্যবহার করবেন, তাহলে শুরু করুন প্রথমে আপনি যে কম্পিউটারটি ওপেন করে ব্যবহার করতে চান তার কম্পিউটারে লাইন (পওয়ার) দিন এবং পিসি যখন ওপেন হবার সময় আপনার কাছে পাসওয়ার্ড চায়।

তখন আপনি পাসওয়ার্ড না দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরুন এবং Delete বাটনে পরপর দুইবার চাপ দিন তাহলেই আপনার সামনে একটি ডায়লক বক্স আসবে বক্সটি আসার পরে দেখুন উপরে একটি কম্পিউটার ব্যবহার কারীর নাম আছে এবং নিচের ঘরে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে এখানে আপনি উপরের গরের নামটি কেটে দিন এবং উপরের ঘরে লিখুন administrator লিখে নিচের ঘর খালি রাখুন এবং ওকে দিন, তাহলেই দেখবেন আপনার সামনে কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। আবার যারা যানে এই বিষয়ে তারা আবার administrator এ পাসওয়ার্ড দিয়ে রাখে, আর যদি আপনি administrator লিখার পরে দেখেন যে ওপেন হয় না, তাহলে আপনার administrator লেখাটি চেক করুন কোন অক্ষর লেখা আপনার ভুল হয়েছে কিনা, যদি না হয় তাহলে বুঝবেন সে administrator তে পাসওয়ার্ড ব্যবহার করেছে, আর administrator পাসওয়ার্ড ব্যবহার করে থাকলে তাহলে আপনি ওপেন করতে পারবেন না।

Wednesday 6 February 2013

বিদায় হার্ড ডিস্ক ড্রাইভ, স্বাগতম সলিড স্ট্যাট ড্রাইভ (See Hard Disk Drive, Welcome to Solid state drive)

টেবলেট কম্পি্উটার আর মোবাইলের ব্যবহার বাড়ার সাথে সাথে ডেস্কটপ কম্পিউটারের উপরে নির্ভরশিলতা কমেছে। আর সেই সাথে কমছে ডেস্কটপ কম্পিউটারের চাহিদা। একই সাথে কম্পিউটারের হার্ড ড্রাইভের যায়গাটি দখল করে নিয়েছে সলিড স্ট্যাট ড্রাইভ। বর্তমানে নোটবুক, ল্যাপটপ এমন কি ডেস্কটপ এবং সারভারেও সলিড স্ট্যাট ড্রাইভের মাধ্যমে তথ্য সংরক্ষনের ব্যবস্থা চালু হয়ে গেছে। কম ওজনের বহনযোগ্য যে কোন কম্পিউটারের জন্যই সলিড স্ট্যাট ড্রাইভ (SSD) গ্রহণ যোগ্য।



iSuppli তথ্যমতে বিগত বছরের তুলনায় এ বছর ১১ ভাগ কম আয় হয়েছে হার্ড ড্রাইভ বিক্রি থেকে। এবং উল্লেখযোগ্য পরিমানে ডেস্কটপ কম্পিউটার বিক্রি কমেছে। ধারণা করা হয়েছে এর পরের বছরেও কমতে থাকবে।

সলিড স্ট্যাট ড্রাইভ (এসএসডি) কি?

সলিড স্ট্যাট ড্রাইভ কে অনেক সময় সলিড স্ট্যাট ডিস্ক বা ইলেক্ট্রিক্যাল ডিস্কও বলা হয়ে থাকে। তবে এটিতে হার্ডড্রাইভের মতো কোন ডিস্ক থাকে না বা কোন ম্যাকানিক্যাল যন্ত্রও থাকে না। এটিতে অনেক সংখ্যক ইলেক্ট্রিকেল সারকিট (IC) একত্রিতভাবে চীপ আকারে থাকে যাতে তথ্যগুলো সঞ্চয় করা হয়।





 হার্ড ড্রাইভ বা ফ্লপি ড্রাইভে মূলতঃ একটি ম্যাগনেটিক ডিস্ক ঘোরে এবং ম্যকানিক্যাল হেড-এর মাধ্যমে ডিস্কে তথ্য সঞ্চয় হয়। আর তাই এসএসডি হার্ডড্রাইভের চেয়ে দ্রুত তথ্য প্রদানে সক্ষম। এসএসডির দামও হার্ডড্রাইভের প্রায় দশগুণ বেশি।

টেকনোলজীঃ

এসএসডি তৈরীর প্রথম দিকে ডিরেম দিয়ে বানানো হতো এবং এটিতে আলাদাভাবে বিদ্যুত সরবরাহের ব্যবস্থা ছিল। বিদ্যুত বিচ্ছিন্ন হলে তথ্যগুলো ফ্লাস মেমরীতে সংরক্ষিত হতো।

বর্তমানে বেশিভাগ প্রতিষ্ঠানই NAND ফ্লাস চীপ দিয়ে SSD তৈরী করা হয়। এই ফ্লাস চীপগুলো এসএসডিতে প্যারালাল সংযোযিত থাকে।

হার্ড ডিস্ক ও সলিড স্ট্যাট ডিস্কের মধ্যে পার্থক্যঃ

১. চালু হওয়া

সলিড স্ট্যাট ড্রাইভ মিলি সেকেন্ডে চালু হয়ে কাজের উপযোগি হয়ে যায়। সলিড স্ট্যাট ড্রাইভের ইলেক্ট্রিক চীপে পাওয়ার পাওয়া মাত্র সচল হয়। হার্ড ডিস্ক ড্রাইভে বিদ্যুৎ সংযোগ দিলে এর ডিস্কগুলো ঘোরা শুরু করে, হেডটি নির্দিষ্ট স্থানে যায় ইত্যাদি কারনে কয়েক সেকেন্ড সময় লেগে যায়।
২. রেনডম একসেস টাইমঃ
যে কোন তথ্য সলিড স্ট্যাট ড্রাইভ থেকে সরাসরি পাওয়া যায়। এবং এতে কয়েক মাইক্র সেকেন্ড সময় লাগে। হার্ডডিস্কের তথ্যগুলো ডিস্কের নির্দিষ্ট স্থান থেকে নেওয়া এবং তা র‌্যাম এ পাঠানোতে ৩ থেকে ১২ মিলি সেকেন্ড সময় লেগে যায়।

৩. ডাটা ট্রান্সফার রেটঃ

এসএসডিতে একটা প্রতি সেকেন্ডে (এসএসডির ধরন অনুসারে) ১০০ থেকে ৬০০ মেগাবাইট প্রর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায়। এটিতে একটি নির্দিষ্ট ডাটা ট্রান্সফার সময় থাকে যা পরিবর্তন হয় না। হার্ড ড্রাইভে গড়ে ১৪০ মেগাবাইট/সেকেন্ড গতিতে ডাটা ট্রান্সফার হয়। আর এই গতি বিভিন্ন কারনে পরিবর্তিত হতে পারে। আপনার তথ্যগুলো ডিস্কের বিভিন্ন অংশে ছড়ানো (Fragmented) থাকলে বেশি সময় নিবে আবার একসাথে থাকলে কম সময় নিবে। এছাড়াও হার্ডডিস্কের ঘুর্ণন গতির উপরে ডাটা ট্রান্সফার রেট নিভর্র করে। ৪২০০ থেকে ১৫০০০ rpm (ঘুর্নণ প্রতি মিনিট) এর বিভিন্ন হার্ড ড্রাইভ পাওয়া যায়।

৪. শব্দঃ

SSD তে শব্দ হয় না কারন এটিতে কোন ম্যাকানিক্যাল যন্ত্র নাই। HDD তে হেড, একচুয়েটর, মটর ইত্যাদি ঘোরায় শব্দ বা ভাইব্রেশন হয়।

৫. ম্যাগনেটিক ফিল্ডঃ

HDD তে ম্যাগনেটিক ডিস্ক আছে তাই ম্যাগনেটিক ফিল্ডের কারনে তথ্য হারানো ও ডিস্ক নষ্ট হওয়ার ভয় আছে। SSD তে এরকম সমস্যা নাই।

৬. লাইফ টাইমঃ

হার্ড ডিস্ক SSD এর চেয়ে কম লাইভ টাইম। অনেক সময় ডিস্কে ব্যাড সেক্টর পরতে পারে, মটর জ্বলে যেতে পারে। এসএসডির চীপ নষ্ট হলে এটি নষ্ট হয়ে যায়।

৭. সাইজ ও ওজনঃ

বিভিন্ন ধরনের এবং সাইজের এসএসডি রয়েছে। পণ্যের ধরন অনুসারে ১.৮ থেকে ৩.৫ ইঞ্চি পর্যন্ত আছে। সেমিকন্ডাক্টর চীপ হওয়ায় ওজন অনেক কম। এইচডিডি ৩.৫ ইঞ্চি ডিস্কই দেখা যায়। আর ওজন ২০০ থেকে ৭০০গ্রাম পর্যন্ত হয়।

৮. দামঃ

সম পরিমান মেমরীর এসএসডির দাম হার্ডড্রাইভের দামের প্রায় দশগুন।

Saturday 2 February 2013

এখন খুব সহজে আপনার পিসিকে বানিয়ে ফেলুন অ্যান্ড্রয়েড মোবাইল

আসসালামুআলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহ্‌ তায়ালা সবাইকে ভালো রেখেছে।
আমি আপনাদের যেটা জানাতে চাচ্ছি জানিনা কেমন লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন।

 








 আসুন কিভাবে সফটওয়্যার টি ইন্সটল এবং ব্যাবহার করবেন,দেখে নিন প্রথমই নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।




আর হা ভাইয়ারা যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
#

Monday 21 January 2013

তৈরী করুন লাইট নির্ভরশীল এলার্ম

আমি আজ যে সাকিট টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এটি এক টি লাইট নির্ভরশীল র্সাকিট । এর উপর আলো পড়লে নিজে থেকে র্সাকিট অন হয়ে যায়। এ তে সেনসর হিসাবে এক টি ফটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। এখানে যে আইসি টি ব্যবহার করা হয়েছে এটি চার গেট বিশিস্ট নেন্ড গট আইসি। স্পিকারের সাথে যে ট্রানজিস্টার টি রয়েছে তা জোরাল টোনের জন্য  ব্যবহার করা হয়েছে।পাওয়ার সাপ্লাই এর জন্য ৯ ভোল্টের ব্যাটারি অথবা ট্রান্সফরমার দিয়ে এডাপ্টার তৈরী করে নিতে হবে। নিচে parts list দেওয়া হলো।

Parts list:-


  1. রেজিস্টর -300k,15k,1k,220 ohms
  2. ট্রানজিস্টার -2N4403
  3. ডায়োড -1N4001
  4. ক্যাপাসিটর-.1mfd,2mfd,6.8mfd
  5. আইসি- CD-4011
  6. স্পিকার








পেন ড্রাইভ কে রেম হিসেবে ব্যবহার করার নিয়ম।

১. প্রথমে আপনি আপনার পেণ ড্রাইভ কে আপনার পিসির USB Port  এ Insert  করুন
২ এরপর আপনি আপনার ডেক্সটপ এর মাই কম্পিউটার অপশন এ গিয়ে রাইট বাটন  ক্লিক করে প্রপারটিজ অপশন যান।
৩ এরপর আপনি প্রপারটিজ অপশন এর এডভান্স অপশন এ ক্লিক করুন
৪ এরপর  পারফরমেনস্ অপশন এ গিয়ে সেটিং এ ক্লিক করুন
৫ সেটিং এ ক্লিক করার পর এডভান্স টেব এ ক্লিক করুন
৬ এখন আপনি ভাচু্য়াল মেমরি তে গিয়ে চেঞ্জ  বাটন  ক্লিক করুন
৭  এখন আপনি আপনার ইউএসবি ড্রাইভ সিলেকট্ করুন এবং কাসটম সাইজ রেসু বাটন  ক্লিক করুন এবং ভেলু হিসেবে শুরুতে ১০২০ এবং শেষে ১০২০ দিন। ভেলু  কত দিবেন এটা Depend   করে আপনার  পেণ ড্রাইব এর কেপাসিটির উপর।
৮ এখন আপনি সেট বাটন  ক্লিক করে ওকে করুন এবং সবষেশে আপনার পিসি Re- Stat  করুন
এই কাজটুকু ভালো ভাবে করতে পারেল আপনার পিসি অনেক দ্রুত হবে। কোন সমস্যা হলে কমেনট করে জানাবেন।

Sunday 20 January 2013

আপনার ফেসবুক এর ফ্রেন্ড লিস্ট গোপন রাখুন

আপনি যদি ফেসবুক Friend লিস্ট গোপন রাখতে চান তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন।

১ প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল এ ক্লিক করুন।

২ এরপর আপনি আপনার ফ্রেন্ড লিস্ত এ ক্লিক করুন।

৩ আপনি ফ্রেন্ড লিস্ত এ ক্লিক করার পর আপনি আপনার ফ্রেন্ড লিস্ত দেকতে পাবেন, আপনি এই পেজ এর উপরের দিকে খেয়াল করুন এবং "EDIT"   Option  এ ক্লীক করুণ।

৪ এডিট অপশন এ ক্লিক করার পর আপনি একটা পপ আপ মেনু দেকতে পাবেন এবং ঐ খানে এই লেখা দেকতে পাবেন "Who can see your friend list on your timeline?'  এবং এই লেখার নিচে একটা অপশন দেকতে পাবেন এখন  ঐ অপশন এ ক্লিক করে আপনার পছন্দ মতো সেটিং করে নিন।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes